Views Bangladesh Logo

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের স্পিকার

 VB  Desk

ভিবি ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আইয়াজ সাদিক বাংলাদেশে আসছেন। বুধবার অনুষ্ঠিতব্য জানাজায় তিনি পাকিস্তানের পক্ষে প্রতিনিধিত্ব করবেন।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার তার ভেরিফাইড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

দীর্ঘ ৩৭ দিন অসুস্থ থাকার পর মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন।
বুধবার বাদ জোহর দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার জানাজা অনুষ্ঠিত হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ