পাকিস্তানি ব্যাটার হায়দার আলিকে নিষিদ্ধ করল পিসিবি
পাকিস্তানের ক্রিকেটার হায়দার আলিকে সাময়িকভাবে বহিষ্কার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কারণ ইংল্যান্ডে তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলায় তদন্ত চলমান থাকায় এ সিদ্ধান্ত নিল পিসিবি।
বৃহস্পতিবার (৭ আগস্ট) এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, সম্প্রতি পাকিস্তান শাহীন্সের ইংল্যান্ড সফর চলাকালে ঘটে যাওয়া একটি ঘটনায় ২৪ বছর বয়সী এই ব্যাটসম্যানের বিরুদ্ধে একটি ফৌজদারি তদন্ত শুরু হয়েছে। তবে অভিযোগের বিস্তারিত নিয়ে কিছু জানায়নি বোর্ড।
বার্তা সংস্থা এপিকে দেয়া এক বিবৃতিতে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানায়, তারা সোমবার একটি ধর্ষণের অভিযোগ পাওয়ার পর ২৪ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
বিবৃতিতে বলা হয়, ‘অভিযোগ করা হয়েছে, এ ঘটনাটি ২০২৫ সালের ২৩ জুলাই ম্যানচেস্টারের একটি স্থাপনায় ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পরবর্তী তদন্তের জন্য জামিনে মুক্তি দেয়া হয়।’
যুক্তরাজ্যের আইনের কারণে অভিযুক্তের নাম প্রকাশ করেনি ম্যানচেস্টার পুলিশ।
পিসিবি জানিয়েছে, মামলার তদন্ত চলাকালীন হায়দার আলিকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তবে তাকে আইনি সহায়তা দেয়া হচ্ছে। গত ২২ জুলাই থেকে শুরু হওয়া ১৫ দিনের ইংল্যান্ড সফরে ছিল পাকিস্তান শাহীন্স দলটি।
২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া হায়দার আলি এখন পর্যন্ত পাকিস্তানের জাতীয় দলের হয়ে ২টি ওয়ানডে এবং ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
পিসিবি আরও জানায়, চূড়ান্ত আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের আচরণবিধি অনুযায়ী পরবর্তী কো পদক্ষেপ নেয়া হবে না।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে