Views Bangladesh Logo

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন হানিয়া আমির

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে ঢাকায় অবস্থানকালে তিনি অংশ নেবেন কয়েকটি বিশেষ আয়োজনে।

আয়োজকদের মতে, দীর্ঘদিন ধরে পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন হানিয়া। ব্র্যান্ডটির নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা উন্মোচনের অংশ হিসেবে এ সফরে আসছেন তিনি। সফরকালে ঢাকায় একাধিক ইভেন্টে যোগ দেবেন এই তারকা।

অল্প সময়েই টেলিভিশন নাটক, সিনেমা ও ওয়েব কনটেন্টে অভিনয় করে দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত হয়েছেন হানিয়া আমির। ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’ ও ‘কাভি মে কাভি তুম’সহ একাধিক হিট নাটকে অভিনয় করেছেন তিনি।

২০১৬ সালে ‘জনান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। রোমান্টিক, কমেডি, গ্ল্যামার বা চরিত্রনির্ভর—সব ধরনের ভূমিকাতেই দক্ষতা দেখিয়ে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। সম্প্রতি বলিউডের ‘সর্দারজি ৩’ সিনেমায় নূর চরিত্রে অভিনয় করে ভারত ও পাকিস্তান—উভয় দেশেই ব্যাপক প্রশংসিত হয়েছেন হানিয়া।

বাংলাদেশেও রয়েছে তার বিপুল ভক্তকুল। ঢাকায় তার উপস্থিতি নিঃসন্দেহে দর্শক-ভক্তদের জন্য এক বিশেষ মুহূর্ত হয়ে উঠবে। হানিয়া আমিরের সফর ও ইভেন্ট সম্পর্কিত বিস্তারিত তথ্য পাওয়া যাবে সানসিল্ক বাংলাদেশের অফিশিয়াল পেজে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ