পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর
বাংলাদেশের সংকট সমাধান না হলে বিশ্বকাপে খেলবে না পাকিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর তিন সপ্তাহেরও কম সময় বাকি। কিন্তু বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। এই পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে পাকিস্তান। বাংলাদেশের সমস্যা সমাধান না হলে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে পাকিস্তান—এমন তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও সুপার ও টেলিকমএশিয়া ডটনেট।
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর ভারতে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে কারণে ভারত থেকে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো আয়োজনের অনুরোধ জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে চিঠি দেয় বিসিবি। বিষয়টি নিয়ে আইসিসি বাংলাদেশকে সিদ্ধান্ত পরিবর্তনে রাজি করানোর চেষ্টা চালালেও এখনো সফল হয়নি।
সর্বশেষ গতকাল ঢাকায় বিসিবির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেও সিদ্ধান্ত বদলাতে পারেনি আইসিসির প্রতিনিধিদল। ফলে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।
এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার সূত্রের বরাতে জানিয়েছে, বাংলাদেশের অবস্থানকে বৈধ মনে করছে ইসলামাবাদ এবং এ বিষয়ে তারা বাংলাদেশকে পূর্ণ সমর্থন দেবে।
সূত্র জানিয়েছে, বিসিবি যে কারণ দেখিয়ে ভারতে খেলতে অনাগ্রহ প্রকাশ করেছে, তা যুক্তিসংগত। কোনো দেশকে জোর করে খেলতে বাধ্য করা যায় না বলেও মত দিয়েছে পাকিস্তান। বাংলাদেশের সমস্যা সমাধান না হলে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে তারা।
এ ছাড়া ভারত যেন বাংলাদেশকে কোনো ধরনের চাপ দিতে না পারে, সে বিষয়েও নজর রাখবে পাকিস্তান। পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের নিরাপত্তাজনিত উদ্বেগের প্রতি তারা সম্মান জানায় এবং পুরোপুরি পাশে থাকবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে