Views Bangladesh Logo

বাংলাদেশের জন্য বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের সমর্থনে ভারতের আয়োজিত টি-২০ বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান। পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি) সূত্রে গালফ নিউজকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পিসিবি কর্মকর্তা বলেছেন, পাকিস্তান বিশ্বকাপ বয়কটের পরিকল্পনা করছে না।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে টি-২০ বিশ্বকাপ শুরু হবে। পাকিস্তান তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলবে, আর বাংলাদেশকে নির্ধারিত ম্যাচগুলো ভারতে খেলতে হবে। নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ করেছে।

এর আগে পাকিস্তানের সংবাদমাধ্যম কিছুটা বিভ্রান্তিকরভাবে দাবি করেছিল, যদি আইসিসি বাংলাদেশকে নিরাপদ ভেন্যুতে খেলতে না দেয়, তাহলে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে। এমন খবর ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে পিসিবি। কর্মকর্তারা বলেছেন, 'এই ধরনের বক্তব্য কেবল পরিস্থিতি আরও উত্তপ্ত করার জন্য বলা হচ্ছে। পাকিস্তানের জন্য বিশ্বকাপ বয়কট করার কোনো যৌক্তিক কারণ নেই।'

পিসিবি জানিয়েছে, তারা ইতোমধ্যে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে শ্রীলঙ্কায় সিরিজও খেলেছে, তাই বিশ্বকাপ বয়কট করার কোনো পরিস্থিতি নেই।

এদিকে, বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা ও আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয়ার ঘটনায় আগের উত্তেজনার পর বিসিবি আইসিসিকে চিঠি দেয় এবং বাংলাদেশ ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানায়। তবে আইসিসি সেই অনুরোধ মেনে নেয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ