শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান
রাওয়ালপিন্ডিতে রোববারের বিকেলে ছিল কেবল সময়ের অপেক্ষা—সিরিজ জয়ের ধারাবাহিকতা ধরে রেখে তৃতীয় ওয়ানডেতেও দাপট দেখাল পাকিস্তান। বড় লক্ষ্য ছিল না, ঝুঁকিও কম। তবে শুরুতে কয়েকটি উইকেট হারিয়ে কিছুটা দুর্বল দেখাচ্ছিল পাকিস্তানের ব্যাটিং। সেখান থেকেই দলকে টেনে তোলেন ফখর জামান ও মোহাম্মদ রিজওয়ান।
২১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সপ্তম বলেই আউট হন হোসেবুল্লাহ। ৮–১ অবস্থায় চাপ তৈরি হলেও দ্বিতীয় উইকেটে বাবর আজম ও ফখরের ৭৪ রানের জুটি দলকে আবার ছন্দে ফেরায়। ফখর খেলেন ৪৫ বলে ৫৫ রানের ঝলমলে ইনিংস—আটটি বাউন্ডারির সৌজন্যে তাঁর ১৯তম অর্ধশতক। বাবরও চেষ্টা করেছিলেন ইনিংস দীর্ঘ করতে, কিন্তু ভান্ডারসের চমৎকার স্পেলে ৩৪ রানেই থামতে হয় তাকে।
১০১–৪ অবস্থায় আবারও চাপের মুখে পড়ে পাকিস্তান। এখানেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রিজওয়ান ও হুসাইন তালাত। দু’জনের শান্ত ব্যাটিংয়ে নিয়মিত রান তুলতে থাকে দল। রিজওয়ান অপরাজিত ৬১ ও তালাত ৪২ রানের ইনিংস খেলেন। তাদের ১০০ রানের জুটিতে ৪৫তম ওভারে সহজ জয় পায় পাকিস্তান।
এর আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা শুরুটা মোটামুটি ভালই করেছিল। নিসাঙ্কা ও মিশারার ৫০ রানের ওপেনিং জুটি ভেঙে যায় পাকিস্তানি বোলারদের ধারালো আক্রমণে। রাউফ, ওয়াসিম জুনিয়র ও ফয়সাল আক্রম একে একে উইকেট তুলে নেন। সবচেয়ে সফল ছিলেন ওয়াসিম জুনিয়র—১০ ওভারে ৩ উইকেট নেন ৪৭ রান দিয়ে।
সামারাউইকরামা ৪৮ ও রাথনায়েকে ৩২ রান করে লড়াই করলেও ২১০ রানের বেশি যেতে পারেনি শ্রীলঙ্কা। পাকিস্তানের বর্তমান ফর্ম দেখে এই রান যে যথেষ্ট নয়, সেটাই প্রমাণ হলো ম্যাচে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে