ওয়েস্ট ইন্ডিজকে ১৩ রানে হারিয়ে পাকিস্তানের সিরিজ জয়
তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ১৩ রানে হারিয়ে ২-১ ব্যবধানে তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নিল পাকিস্তান।
সোমবার (৪ আগষ্ট) সকালে ফ্লোরিডার লডারহিলে অনুষ্ঠিত শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা পায় সফরকারীরা। ওপেনিং জুটিতে সাহেবজাদা ফারহান ও সাইম আইয়ুব মাত্র ১৫.৩ ওভারে ১৩৮ রান যোগ করেন। ফারহান ৫৩ বলে ৭৪ রান করেন, যেখানে ছিল ৫টি ছক্কা। সাইম আইয়ুব ৪৯ বলে করেন ৬৬ রান। শেষদিকে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও নির্ধারিত ২০ ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৮৯ রান।
জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে আগ্রাসী ব্যাটিং শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ১০ বলেই ৩০ রান তোলে ওপেনাররা। জুয়েল অ্যান্ড্রু ২৪, আলিসক আথানাজে ৬০ ও শারফেন রাদারফোর্ড ৫১ রান করে লড়াই চালিয়ে যান। তবে নিয়মিত উইকেট পতনের কারণে চাপ বেড়ে যায় স্বাগতিকদের ওপর। জেসন হোল্ডারকে শুন্য রানে ফিরিয়ে দেন সুফিয়ান মুকীম। শেষদিকে রাদারফোর্ডের বিস্ফোরক ব্যাটিং সত্ত্বেও ৮ উইকেটে ১৭৬ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
এর আগে প্রথম ম্যাচে ১৪ রানে জয় পায় পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে নাটকীয়ভাবে ২ উইকেটে জয় পেয়ে সিরিজে সমতায় ফিরে ওয়েস্ট ইন্ডিজ। তবে শেষ ম্যাচ জিতে ট্রফি তুলে নেয় বাবর আজমের দল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে