Views Bangladesh Logo

বাংলাদেশকে ভুল পথে চালিত করেছে পাকিস্তান: মদন লাল

Sports Desk

ক্রীড়া ডেস্ক

গামী মাসে ভারতে ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশের ক্রিকেটে আলোচনার ঝড় বইছে। আইসিসির দেওয়া আলটিমেটাম প্রত্যাখ্যান করে বিসিবি নিজেদের অবস্থান পরিবর্তন না করায় বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়। শেষ পর্যন্ত স্কটল্যান্ডকে বাংলাদেশকে বদলি করে আইসিসি ঘোষণা করে।

ভারতের সাবেক ক্রিকেটার এবং ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য মদন লাল আইসিসির কঠোর অবস্থানের প্রশংসা করেছেন। তবে তিনি মনে করছেন, পাকিস্তানের প্ররোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভুল পথে পরিচালিত হয়েছে।

বার্তা সংস্থা এএনআইকে মদন লাল বলেন, আইসিসি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান বাংলাদেশকে ভুল পথে চালিত করেছে। এতে স্কটল্যান্ডের জন্য বড় সুযোগ তৈরি হলো। বাংলাদেশ একটি বিরাট ভুল করেছে।

মদন লাল আরও অভিযোগ করেছেন, আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে সরানোর ইস্যুতে পাকিস্তান বিসিবিকে প্ররোচিত করেছে, যার ফলে বাংলাদেশ শ্রীলঙ্কায় ম্যাচ খেলার দাবি তুলেছে। তিনি বলেন, আমি মনে করি এটা বোকামি। এতে ভারতের কোনো ক্ষতি হবে না, বাংলাদেশই সব হারাবে। বাণিজ্যিক দিক থেকে এত বড় টুর্নামেন্টে না খেলা বাংলাদেশের জন্য বিশাল লোকসান।

বাংলাদেশের পক্ষ থেকে নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ করা হয়েছিল। আয়ারল্যান্ডের সঙ্গে ভেন্যু অদলবদলের প্রস্তাবও দেওয়া হয়, কিন্তু আইসিসির বোর্ড সভায় তা নাকচ হয়। পাকিস্তান একমাত্র বাংলাদেশের দাবির পক্ষে ভোট দেয়। পরবর্তীতে বিরোধ নিষ্পত্তি কমিটির কাছে বিসিবির চেষ্টাও ব্যর্থ হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ