বাংলাদেশের সঙ্গে সামুদ্রিক সহযোগিতা জোরদারে আগ্রহী পাকিস্তান
সামুদ্রিক পরিবহন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা গভীর করতে বাংলাদেশ সঙ্গে একটি আনুষ্ঠানিক সামুদ্রিক সহযোগিতা কাঠামো গঠনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান।
পাকিস্তানের সমুদ্রবিষয়ক মন্ত্রী মোহাম্মদ জুনায়েদ আনোয়ার চৌধুরী লন্ডনে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশের সমুদ্রবিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম. সাখাওয়াত হোসেনের কাছে এ প্রস্তাব উপস্থাপন করেন বলে পাকিস্তানি গণমাধ্যম দ্য ডন জানিয়েছে।
পাকিস্তানের প্রস্তাবে যৌথ কনটেইনার ও বাল্ক শিপিং সেবা, কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম, সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা, সমুদ্র পরিবহন খাতের উন্নয়ন, পারস্পরিক বন্দর-কল সুবিধা, এবং উচ্চস্তরে কূটনৈতিক ও কারিগরি সম্পৃক্ততা জোরদারসহ একটি বিস্তৃত অংশীদারিত্বের কথা বলা হয়েছে।
এতে আন্তর্জাতিক মঞ্চ—যেমন আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (IMO), আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এবং অন্যান্য আঞ্চলিক সামুদ্রিক গ্রুপ—এর মাধ্যমে সহযোগিতা জোরদার করে বাংলাদেশকে সঙ্গে নিয়ে একটি কাঠামোবদ্ধ সহযোগিতা প্রক্রিয়া গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
আঞ্চলিক বাণিজ্য প্রবাহকে সমর্থন দেওয়ার প্রস্তুতির কথা উল্লেখ করে মোহাম্মদ জুনায়েদ জানান, পাকিস্তানের বন্দর সক্ষমতা বাড়ছে, আধুনিকায়ন কার্যক্রম এগিয়ে চলছে এবং টার্নঅ্যারাউন্ড টাইমও উন্নত হয়েছে।
তিনি বলেন, বন্দরভিত্তিক ঘনিষ্ঠ সহযোগিতা কার্যক্রমগত জটিলতা কমাতে পারে, আঞ্চলিক বাধা হ্রাস করতে পারে এবং দক্ষিণ এশিয়ায় নতুন বাণিজ্যিক সুযোগ তৈরি করতে পারে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে