ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী
চার দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। বুধবার (২০ আগস্ট) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।
সরকারি সূত্র জানিয়েছে, এ সফরের মূল লক্ষ্য হলো বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী করা এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো।
সফরকালে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী। এর পাশাপাশি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের নেতাদের সঙ্গেও বৈঠকে বসবেন বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনা এবং বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার বিষয়।
কূটনৈতিক মহল মনে করছে, পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর এ সফর দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন গতি দেবে এবং সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে