ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের জয়
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে শুভ সূচনা করেছে পাকিস্তান। আফগানিস্তানের বিপক্ষে ৩৯ রানের জয় পেয়েছে সালমান আগার দল।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে সংযুক্ত আরব আমিরাতের শারজায় টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান এবং নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮২ রান করে। মোহাম্মদ নওয়াজ ১১ বলে দ্রুত ২১ রান করেন আর আঘা ৩৬ বলে সর্বোচ্চ ৫৩ রান করে অপরাজিত থাকেন। ফখর জামান এবং সাইফ আইয়ুব জুটি গড়ে তোলার চেষ্টা চালালেও কার্যকর আফগান স্পিন বোলিং তাদের বাধা দেয়। আফগানিস্তানের পক্ষে সবচেয়ে সফল বোলার ফরিদ আহমেদ ৪৭ রানে দুই উইকেট নেন।
১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান শুরুটা ভালো করে। রশিদ খান ১৬ বলে ৩৯ রান করে দুর্দান্ত ইনিংস খেলেন। কিন্তু বাকি ব্যাটিং লাইনআপের খেলোয়াড়রা লড়াই করতে থাকেন। ওপেনার রহমানউল্লাহ গুরবাজ আউট হওয়ার আগে ২৭ বলে ৩৮ রান করেন।
এরপর নওয়াজ এবং হারিস রউফ আফগানিস্তানের মিডল অর্ডার ভেঙে দেন, যার ফলে নাটকীয়ভাবে পতন ঘটে আফগানিস্তানের ইনিংসের। ৯ উইকেটে ১৪৩ রানে গুটিয়ে যায় সফরকারীরা।
পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন হারিস রাউফ। তিনি ৩.৫ ওভারে ৩১ রান দিয়ে নিয়েছেন চারটি উইকেট। শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম ও মোহাম্মদ নাওয়াজ পেয়েছেন দুটি করে উইকেট।
সিরিজের দ্বিতীয় ম্যাচে শনিবার (৩০ আগস্ট) স্বাগতিক আরব আমিরাতের মোকাবিলা করবে পাকিস্তান। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত নয়টায়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে