Views Bangladesh Logo

ভারতকে হারিয়ে শিরোপা জিতল পাকিস্তান

Sports Desk

ক্রীড়া ডেস্ক

নূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারতের কাছে হারের প্রতিশোধ ফাইনালেই নিল পাকিস্তান। শিরোপা নির্ধারণী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে একপেশে দাপট দেখিয়ে ১৯১ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয় পাক যুবারা।

রোববার (২১ ডিসেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে টস হেরে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিংয়ে ঝড় তোলেন ওপেনার সামির মিনহাস। মাত্র ৭১ বলে সেঞ্চুরি পূর্ণ করা মিনহাস শেষ পর্যন্ত ১১৩ বলে ১৭২ রান করেন, যেখানে ছিল ১৭টি চার ও ৯টি ছক্কা। তাকে ভালোভাবে সঙ্গ দেন আহমেদ হুসেন, যিনি ৭২ বলে ৫৬ রান করেন। মিনহাসের দুর্দান্ত ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রানের বিশাল সংগ্রহ গড়ে পাকিস্তান। ভারতের পক্ষে দীপেন দেবেন্দ্রন ৩টি উইকেট নেন।

৩৪৮ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং করেন ভারতের ওপেনার সূর্যবংশী বৈভব। তবে অতিরিক্ত আগ্রাসী ব্যাটিংই কাল হয়ে দাঁড়ায় ভারতের জন্য। মাত্র ৬৮ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি।

আয়ুশ মাত্রে (৭ বলে ২), অ্যারন জর্জ (৯ বলে ১৬), সূর্যবংশী বৈভব (১০ বলে ২৬), ভিহান মালহোত্রা (১৩ বলে ৭) ও ভেদাত ত্রিভেদী (১৪ বলে ৯) দ্রুত সাজঘরে ফিরে যান।
এরপর দীপেন দেবেন্দ্রন ১৬ বলে ৩৬ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় ২৬ ওভার ২ বলে ১৫৬ রানে অলআউট হয়ে যায় ভারত।
পাকিস্তানের বোলারদের মধ্যে আলী রাজা দুর্দান্ত বোলিং করে ৪টি উইকেট শিকার করেন। তার নেতৃত্বে বোলিং আক্রমণে ভারতের ব্যাটিং লাইনআপ পুরোপুরি ভেঙে পড়ে এবং শেষ পর্যন্ত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নেয় পাকিস্তান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ