Views Bangladesh Logo

ভারত ম্যাচের আগে সংবাদ সম্মেলন বয়কট পাকিস্তানের

Sports Desk

ক্রীড়া ডেস্ক

শিয়া কাপে সুপার ফোরে আবারও মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। গ্রুপ পর্বে হাত না মেলানো নিয়ে তৈরি হওয়া বিতর্ক এবারও উত্তেজনা বাড়িয়েছে। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানো ইস্যুতে সমালোচিত ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকেই সুপার ফোরের ম্যাচে দায়িত্ব দিয়েছে আইসিসি।


এ সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলন বয়কট করেছে পাকিস্তান দল। ২২ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচে মাঠে নামবে দুই দল। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, নো-হ্যান্ডশেক বিতর্কে প্রশ্ন এড়াতেই সংবাদ সম্মেলন বাতিল করেছে পাকিস্তান।

এর আগে গ্রুপ পর্বে পাইক্রফট পাকিস্তান অধিনায়ক সালমান আগাকে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত মেলাতে বলেছিলেন। এ নিয়ে পিসিবি অভিযোগ তোলে এবং তাকে সরাতে আইসিসির সঙ্গে মেইল চালাচালি করে। তবে আইসিসি সে দাবি মানেনি।

পরে এক বৈঠকে পাইক্রফট দুঃখপ্রকাশ করেছেন বলে দাবি করে পিসিবি। তবে ভারতীয় গণমাধ্যমের মতে, তিনি ক্ষমা চাননি, কেবল ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করেছিলেন। 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ