বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশকে ১১ রানে পরাজিত করে ফাইনালে ভারতের বিপক্ষে খেলা নিশ্চিত করল পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে জয়ের লক্ষ্যে ১৩৬ রান তাড়া করতে নেমে ২০ ওভারে সব উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১২৪ রান।
জয়ের লক্ষ্যে ১৩৬ রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই ছিল, ৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ২৩/১। কিন্তু এরপরেই একের পর এক উইকেটের পতন পরাজয়ের দ্বারপ্রান্তে নিয়ে যায় বাংলাদেশকে।
বাংলাদেশের পক্ষে শামীম হোসেন পাটোয়ারী ছাড়া কেউই কিছু করতে পারেননি। ২৫ বলে ৩০ রান করেন তিনি। আর কেউই ২০ রানও করতে পারেননি।
সাইফ হাসান ১৫ বলে ১৮ ও শেষ দিকে রিশাদ হোসেন ১১ বলে ১৬ রান করে পরাজয়ের ব্যবধান কমান।
পাকিস্তানের পক্ষে ৩টি করে উইকেট নেন দুই পেসার হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।
ব্যাটিং এর মতো বোলিংয়েও ব্যর্থ হয় বাংলাদেশ। বাংলাদেশের ফিল্ডারদের একের পর এক ক্যাচ মিসের সুযোগ কাজে লাগিয়ে শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৩৫ রানের সংগ্রহ পায় পাকিস্তান। ফাইনালে ওঠার জন্য বাংলাদেশের সামনে ১৩৬ রানের চ্যালেঞ্জ দেয় তারা।
১ ও ৩ রানে জীবন পেয়ে ১৯ রান করেন শাহিন শাহ আফ্রিদি। একইভাবে মাত্র ১ রানে জীবন পেয়ে ২৫ রানের ইনিংস খেলেন মোহাম্মদ নাওয়াজ। দুজন মিলে 'বোনাস' পান চল্লিশের বেশি রান।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন মোহাম্মদ হারিস। ২৩ বলে ২ চার ও ১ ছক্কায় ইনিংস সাজান তিনি।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন এই ম্যাচ দিয়ে একাদশে ফেরা তাসকিন আহমেদ। এছাড়া শেখ মেহেদি হাসান ও রিশাদ হোসেনের শিকার ২টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২০ ওভারে ১৩৫/৮ (ফারহান ৪, ফাখার ১৩, সাইম ০, সালমান ১৯, তালাত ৩, হারিস ৩১, আফ্রিদি ১৯, নাওয়াজ ২৫, ফাহিম ১৪*, রউফ ৩*; তাসকিন ৪-০-২৮-৩, মেহেদি ৪-০-২৮-২, সাকিব ৪-০-২৮-০, মোস্তাফিজ ৪-০-৩৩-১, রিশাদ ৪-০-১৮-২)
বাংলাদেশ: ২০ ওভারে ১২৪/৯ (সাইফ ১৮, ইমন ০, হৃদয় ৫, মেহেদি ১১, সোহান ১৬, শামীম ৩০, জাকের ৫, সাকিব ১০, রিশাদ ১৬*, তাসকিন ৪, মুস্তাফিজ ৬*; আফ্রিদি ৪-০-১৭-৩, ফাহিম ২-০-১৮-০, রউফ ৪-০-৩৩-৩, আবরার ৩-০-২৩-০, নাওয়াজ ৩-০-১৪-১, সাইম ৪-০-১৬-২)
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে