Views Bangladesh Logo

উত্তরবঙ্গ থেকে ঢাকা-চট্টগ্রামগামী বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

বাস মালিক ও শ্রমিকদের মধ্যকার দ্বন্দ্বের কারণে আবারও চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা ও চট্টগ্রামগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বাস মালিকরা হঠাৎ করে অনির্দিষ্টকালের জন্য এ রুটে বাস চলাচল বন্ধ করে দেন। এর ফলে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে ভোগান্তিতে পড়েন হাজারো ঘরমুখী যাত্রী।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাজলুর রহমান রতন জানান, বর্তমানে শুধুমাত্র লোকাল বাস এবং একতা ট্রান্সপোর্ট চলাচল করছে। বাকি দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।

এর আগেও চলতি মাসের শুরুর দিকে শ্রমিকদের বেতন ও ভাতা বৃদ্ধির দাবিতে দুইবার বাস চলাচল বন্ধ করা হয়েছিল। বাস মালিকরা সেই দাবিগুলো মেনে নিতে রাজি হলেও শ্রমিকরা আরও অতিরিক্ত ও অযৌক্তিক দাবি জানাতে থাকে, যা বর্তমান অচলাবস্থার জন্ম দিয়েছে।

রতন ব্যাখ্যা করে বলেন, ঢাকায় শ্রমিক নেতাদের সঙ্গে আগে একটি বৈঠক হয়েছিল যেখানে তাদের দাবিগুলো পূরণ করা হয়েছিল। কিন্তু শ্রমিকরা যখন ‘যত্রতত্র যাত্রী তোলা বন্ধ করতে অস্বীকৃতি’ জানায়, তখন মালিকরা বাস চলাচল বন্ধ করে দিতে বাধ্য হন। শ্রমিকদের নতুন শর্তাবলী মেনে নিতে অস্বীকৃতির ফলেই এই নতুন সংঘাতের সৃষ্টি হয়েছে।

এদিকে বাস মালিকদের এই একতরফা সিদ্ধান্তের সমালোচনা করেন চাঁপাইনবাবগঞ্জ ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান। শ্রমিকরা যত্রতত্র বাস থামিয়ে যাত্রী তুলছিল—এই অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, শুধুমাত্র ‘নির্ধারিত স্টপেজেই’ যাত্রী তোলা হচ্ছিল।

বেতন এবং পরিচালনাগত মতবিরোধের মূলে থাকা এই চলমান দ্বন্দ্বের ফলে ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং কক্সবাজারগামী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ