Views Bangladesh Logo

আগস্টে সার্বিক মূল্যস্ফীতি কমেছে, বেড়েছে খাদ্যে

 VB  Desk

ভিবি ডেস্ক

লতি বছরের আগস্টে দেশের সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমে ৮.২৯ শতাংশে দাঁড়িয়েছে। এটি গত তিন বছরের মধ্যে আগস্টে সর্বনিম্ন স্তর। জুলাই মাসে এই হার ছিল ৮.৫৫ শতাংশ।

তবে আগস্টে খাদ্যমূল্যস্ফীতি সামান্য বেড়ে ৭.৬০ শতাংশে পৌঁছেছে, যা জুলাই মাসের ৭.৫৬ শতাংশের তুলনায় সামান্য বেশি।

রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এই তথ্য জানিয়েছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, ২০২২ সালের আগস্টে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯.৫২ শতাংশ, ২০২৩ সালে ৯.৯২ শতাংশ এবং ২০২৪ সালে ১০.৪৯ শতাংশ।

খাদ্যবহির্ভূত খাতের মূল্যস্ফীতি আগস্টে কমে ৮.৯০ শতাংশে দাঁড়িয়েছে। জুলাই মাসে এই হার ছিল ৯.৩৮ শতাংশ। গত বছরের একই সময় এ হার ছিল ৯.৭৪ শতাংশ।

অন্যদিকে স্বল্প আয়ের দক্ষ ও অদক্ষ শ্রমিকদের মজুরি বৃদ্ধির হার সামান্য কমে ৮.১৫ শতাংশে দাঁড়িয়েছে। এর ফলে টানা ৪৩ মাস ধরে মজুরি বৃদ্ধি মূল্যস্ফীতির চেয়ে পিছিয়ে থাকায় নিম্ন আয়ের পরিবারের ক্রয়ক্ষমতা আরও সংকুচিত হচ্ছে।

বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, মজুরি বৃদ্ধির হারের তুলনায় মূল্যস্ফীতি বেশি থাকায় নিম্ন আয়ের মানুষদের জীবনযাত্রার ব্যয় চাপ আরও তীব্র হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ