দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল রয়েছে: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তিনি মনে করেন, রাজনীতিতে স্থিতিশীলতা বজায় থাকলে অর্থনীতি আরও ভালোভাবে এগিয়ে যাবে।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের ওয়াটার গার্ডেন রিসোর্টে আয়োজিত 'এমএফআই–ব্যাংক লিংকেজ' বিষয়ক আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সেমিনারটির আয়োজন করে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটি (এমআরএ)।
গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবার সুযোগ আরও সহজভাবে পৌঁছে দিতে এই সেমিনারের আয়োজন করা হয়।
পাচার হওয়া টাকা ফেরত আনার অগ্রগতি সম্পর্কে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে ইংল্যান্ডে আইনজীবী পাঠানো হয়েছে।
তারা সেখানে বিভিন্ন গ্রুপ অব কোম্পানির দাবিগুলো আইনি ভিত্তিতে প্রতিষ্ঠার চেষ্টা করছেন। যদি সফলতা আসে, তাহলে খুব শিগগিরই ইতিবাচক ফল পাওয়া যাবে।”
সেমিনারে সভাপতিত্ব করেন এমআরএ’র নির্বাহী ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান, ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল মোমেনসহ অন্যান্য অতিথিরা।
এ সময় দেশের বিভিন্ন এনজিও ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে