Views Bangladesh Logo

১১ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৮৬ হাজারের বেশি: যাত্রী কল্যাণ সমিতি

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশে গত ১১ বছরে ৬২ হাজার ৬১৯টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৮৬ হাজার ৬৯০ জন। আহত হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ২৫৭ জন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) যাত্রী অধিকার দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘যাত্রী অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক অঙ্গীকার চাই’ শীর্ষক আলোচনা সভায় এ তথ্য উপস্থাপন করেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

তিনি জানান, শুধু ঢাকায় প্রতিদিন যানজটে নষ্ট হচ্ছে প্রায় ৩২ লাখ কর্মঘণ্টা। এর ফলে বছরে অর্থনৈতিক ক্ষতি দাঁড়ায় প্রায় ৯৮ হাজার কোটি টাকা। জ্বালানি অপচয় হয় ১১ হাজার কোটি টাকার। পাশাপাশি যানজটের কারণে পারিবারিক অশান্তি ও সংসার ভাঙার ঝুঁকিও অর্ধেক পর্যন্ত বেড়ে গেছে।

মোজাম্মেল হক চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনা, যানজট ও দূষণ গত এক দশকেরও বেশি সময় ধরে দেশের অর্থনীতি, স্বাস্থ্য ও সামাজিক কাঠামোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পরিবহন খাতে দুর্নীতি ও ভুল নীতির কারণে পরিস্থিতি আরও অবনতি হয়েছে।

তিনি আরও বলেন, যানজট শুধু সময় ও অর্থনৈতিক ক্ষতিই করছে না; বরং নাগরিকদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য বিপন্ন করছে। এতে উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, হৃদ্‌রোগ, ক্যানসারসহ নানারকম শারীরিক জটিলতা বাড়ছে। একই সঙ্গে মানসিক চাপ, খিটখিটে মেজাজ, পারিবারিক দ্বন্দ্ব, শিশুদের বুদ্ধি বিকাশে বাধা এবং কিশোরদের বিপথগামিতার অন্যতম কারণ হয়ে উঠছে।

আলোচনা সভায় যাত্রী কল্যাণ সমিতির সভাপতি শরিফ রফিকুজ্জামান বলেন, দেশের অধিকাংশ চালকের বৈধ লাইসেন্স নেই। মাদকাসক্ত বা লাইসেন্সহীন চালকদের গাড়ি চালানো বন্ধ করতে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। ঝুঁকিপূর্ণ বাঁকগুলো সোজা করে সড়ক সংস্কার করাও জরুরি।

তিনি আরও অভিযোগ করেন, যাত্রীদের কাছ থেকে বাসভাড়ার সঙ্গে ইনস্যুরেন্সের টাকা নেওয়া হলেও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা কোনো সুবিধা পান না। এ বিষয়ে যাত্রীদের সচেতন হয়ে তাদের পাওনা আদায়ের দাবি জানাতে হবে।

গণ অধিকারের মুখপাত্র ফারুক খান বলেন, যাত্রী কল্যাণ সমিতি যেন সব সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নিতে পারে এবং জনগণের পক্ষে কথা বলতে পারে, সেটিই হওয়া উচিত লক্ষ্য।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক মেজর (অব.) আবদুল ওহাব মিনার, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য দীপক রয়, যাত্রী কল্যাণ সমিতির অর্থ সম্পাদক মাহমুদুল হাসান প্রমুখ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ