নরসিংদীতে আগুনে পুড়লো অর্ধ শতাধিক দোকান
নরসিংদীর মাধবদী বাজারের মুড়িপট্টিতে আগুনে পুড়ে গেছে ৫০টির বেশি দোকান। শুক্রবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মাধবদী, নরসিংদী ও পলাশ স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ব্যবসায়ীরা মসজিদের মাইকে আগুন লাগার খবর দিলে আশপাশের মানুষ ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। তবে ততক্ষণে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং দোকানগুলো পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, আগুন লাগার প্রায় দুই ঘণ্টা পর সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। এরপর তিন ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ছিল স্বর্ণালঙ্কার, কসমেটিকস, মুদি, প্লাস্টিক ও ইলেকট্রনিকসের দোকান। ব্যবসায়ীদের অনেকে মনে করছেন, একটি স্বর্ণের দোকান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে ফায়ার সার্ভিস এখনো সুনির্দিষ্ট কোনো কারণ নিশ্চিত করেনি।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে