গাজায় নিহত আরও ৯৬, এক বছরে প্রাণহানি ছাড়াল ৪৩ হাজার
এক বছর ধরে চলা গাজা যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়েছে। নিহতদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু।
সোমবার (২৮ অক্টোবর) গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়ে বলেছে, গত দুই দিনে গাজার হাসপাতালে আসা ৯৬ জনের মৃত্যু হয়েছে।
তবে উত্তর গাজায় অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী। চলমান এ সংঘাতে এক সপ্তাহের মধ্যে একটি হাসপাতালেও অভিযান চালিয়েছে সেনারা।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার (২৫ অক্টোবর) বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালে অভিযান চালিয়ে ১০০ সন্দেহভাজন হামাস সদস্যকে আটক করেছেন তারা।
এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অভিযোগ করেছে, হাসপাতালের ৪৪ জন পুরুষ কর্মীকে আটক করেছে ইসরায়েল। ফিলিস্তিনি মেডিকেল কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানে প্রায় ২০০ রোগীর চিকিৎসা দেওয়া হাসপাতালটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে ইসরায়েল গাজার বেশ কয়েকটি হাসপাতালে অভিযান চালিয়ে বলেছে, হামাস এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠী সামরিক উদ্দেশ্যে এগুলো ব্যবহার করে। ত
তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ফিলিস্তিনি চিকিৎসা কর্মকর্তারা। বরং তারা ইসরায়েলের সামরিক বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তারা (ইসরায়েলি বাহিনী) বেসামরিক নাগরিকদের বেপরোয়াভাবে বিপদে ফেলেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে