জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন
আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিদেশ থেকে ডাকযোগে ভোট দিতে এখন পর্যন্ত ২০ হাজার ৭৯৫ জন প্রবাসী বাংলাদেশি নিবন্ধন করেছেন। সোমবার (২৪ নভেম্বর) সকালে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। নিবন্ধিত প্রবাসীদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠাবে ইসি।
পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার প্রবাসীরা ১৯ নভেম্বর থেকে নিবন্ধন করছেন—চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে নিবন্ধন শুরু হয়েছে ২৩ নভেম্বর রাতের পর থেকে।
ইসির তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত ৩৮টি দেশের প্রবাসীরা ২০ হাজার ৫৭৭টি আবেদন করেছেন, যার মধ্যে ২০ হাজার ৪৭০টি অনুমোদিত হয়েছে। আবেদন এসেছে দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, ব্রাজিল, যুক্তরাষ্ট্রসহ মোট ৩৮টি দেশ থেকে।
নিবন্ধনে দক্ষিণ কোরিয়া শীর্ষে। জেলাভিত্তিক তালিকায় ঢাকা এগিয়ে, আর আসনভিত্তিক হিসেবে চাঁপাইনবাবগঞ্জ-৩ সর্বোচ্চ নিবন্ধন করেছে।
নিবন্ধনের সময়সূচি- সৌদি আরব: ৪–৮ ডিসেম্বর, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়া: ৯–১৩ ডিসেম্বর, মধ্যপ্রাচ্য (সৌদি বাদে): ১৪–১৮ ডিসেম্বর।
বাংলাদেশে অবস্থানরত সরকারি দায়িত্বে থাকা কর্মকর্তা, আটক ব্যক্তি ও সাময়িকভাবে দেশে থাকা প্রবাসীরা: ১৯–২৩ ডিসেম্বর।
ইসি জানায়, নিবন্ধিত ভোটারদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পাঠানো হবে। ভোটারদের ব্যালট পূরণ করে সিল করা খাম রিটার্নিং কর্মকর্তার কাছে ডাকযোগে ফেরত পাঠাতে হবে।
আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি। প্রতিষ্ঠানটি ৫০ লাখ প্রবাসীকে ভোট প্রক্রিয়ায় যুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে