Views Bangladesh Logo

এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা ২০০ কর্মকর্তার

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্দোলনের ইস্যুতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা ও কর্মচারী।

মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর রাজস্ব ভবনে ব্যাচভিত্তিক দেখা করে তারা দুঃখ প্রকাশ করেন। আয়কর বিভাগের ২৮ থেকে ৪০তম ব্যাচের কর্মকর্তারা এ সময় কাজের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে একসঙ্গে কাজের অঙ্গীকার করেন।

এনবিআর-এর একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, চেয়ারম্যান কর্মকর্তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেছেন, “দায়িত্বশীল আচরণ করলে কারও ভয়ের কারণ নেই। যারা সীমা লঙ্ঘন করেছে, তাদের বিষয়ে ব্যবস্থা হবে।”

এর আগে আন্দোলনের পরিপ্রেক্ষিতে কয়েকজন কর্মকর্তার বরখাস্ত ও দুদক তদন্তের সিদ্ধান্তে এনবিআর জুড়ে আতঙ্ক বিরাজ করছিল। এখন পরিবেশ স্বাভাবিক করার উদ্যোগ চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ