Views Bangladesh Logo

পোস্টাল ব্যালটে ভোট দিতে প্রবাসী নিবন্ধন ১ লাখ ৬৮ হাজার ছাড়াল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত এক লাখ ৬৮ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন মোট ১,৬৮,০৩৩ প্রবাসী ভোটার। এর মধ্যে ১,৪৯,৮৮৪ জন পুরুষ এবং ১৮,১৪৯ জন নারী।

ইসি ইতোমধ্যে অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে। গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

পোস্টাল ব্যালটে ভোট দিতে হলে ভোটারকে যে দেশে অবস্থান করছেন, সেখানকার মোবাইল নম্বর ব্যবহার করে নিবন্ধন করতে হবে। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড করে বাংলা বা ইংরেজি ভাষা বাছাই করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন ভোটাররা।

বিদেশে ব্যালট পৌঁছানো নিশ্চিত করতে সঠিক ও পূর্ণ ঠিকানা দেওয়ার নির্দেশনা দিয়েছে ইসি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ