নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে দেড় লাখ পুলিশকে দেয়া হবে বিশেষ প্রশিক্ষণ
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ সারা দেশে দেড় লাখেরও বেশি পুলিশ সদস্যকে নির্বাচনি নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
পুলিশ সদর দপ্তরের মানবসম্পদ উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) কাজী জিয়া উদ্দিন শুক্রবার (৫ আগস্ট) গণমাধ্যমকে জানান, 'নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান অর্জনে আমরা এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছি।'
তিনি জানান, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ও অতিরিক্ত আইজিপি (এইচআর)-এর তত্ত্বাবধানে ৯টি পৃথক প্রশিক্ষণ মডিউল তৈরি করা হয়েছে। এতে নির্বাচনি বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের পরামর্শ অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রশিক্ষণ কার্যক্রম ১৩০টি ছোট ও ৪টি বড় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র থেকে পরিচালিত হবে। ইতোমধ্যে ঢাকায় পুলিশ সদর দপ্তরে ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ১৫০ জন মাস্টার ট্রেইনারকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। আগামী দিনে ১৯টি প্রশিক্ষণ কেন্দ্রে আরও ১,২৯২ জন প্রশিক্ষক তৈরি করা হবে।
প্রশিক্ষকরা পর্যায়ক্রমে নির্বাচনি দায়িত্ব পালনের জন্য ১.৫ লাখেরও বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেবেন। প্রশিক্ষণে বাস্তবসম্মত অনুশীলন, সিমুলেশন এবং নির্বাচনকেন্দ্রিক সংকট ব্যবস্থাপনার কৌশল অন্তর্ভুক্ত থাকবে।
সহায়ক উপকরণ হিসেবে একটি ১৫ মিনিটের ডকুমেন্টারি, ৯ মিনিটের প্রশিক্ষণ ফিল্ম এবং একটি বিস্তারিত নির্দেশিকা বুকলেট তৈরি করা হয়েছে, যা নির্বাচনি দায়িত্ব পালনের নিয়মনীতি ও প্রোটোকল ব্যাখ্যা করে।
ডিআইজি কাজী জিয়া উদ্দিন বলেন, 'আমরা প্রত্যেক পুলিশ সদস্যকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত করতে চাই, যাতে ভোটার ও নির্বাচন সংশ্লিষ্টদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা যায়।'
প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন এই সপ্তাহের শেষে রাজারবাগ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে