Views Bangladesh Logo

২০২৫ সালের ব্যালন ডি’অর জিতলেন উসমান দেম্বেলে

Sports Desk

ক্রীড়া ডেস্ক

০২৫ সালের ব্যালন ডি’অর জিতেছেন প্যারিস সেন্ট-জার্মেইর (পিএসজি) ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে। অন্যদিকে টানা তৃতীয়বারের মতো নারী ব্যালন ডি'অর জিতেছেন বার্সেলোনার স্প্যানিশ আন্তর্জাতিক ফুটবলার আইতানা বোনমাতি।

সোমবার (২২ সেপ্টেম্বর) ফ্রান্সের প্যারিসে থিয়েত্র দু শাতেলেতে এক জমকালো অনুষ্ঠানে তাদের হাতে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার তুলে দেয়া হয়।

এ বছর পিএসজিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দেম্বেলে। এই পুরস্কারের দৌড়ে তিনি বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালকে পেছনে ফেলেন। ইয়ামাল স্পেনের হয়ে ইউরো ২০২৪ জয়ের পর বার্সেলোনাকে লা লিগা শিরোপা জেতাতে সহায়তা করেছিলেন।

ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রির পর দেম্বেলে ষষ্ঠ ফরাসি হিসেবে এই পুরস্কার জিতলেন। এর আগে ফরাসিদের মধ্যে এই সম্মান অর্জন করেছিলেন রেমন্ড কোপা, মিশেল প্লাতিনি, জিনেদিন জিদান এবং করিম বেনজেমা।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ