Views Bangladesh Logo

গ্রহণযোগ্য নির্বাচনই আমাদের প্রধান লক্ষ্য: সিইসি নাসির উদ্দিন

জাতিকে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়াই বর্তমান নির্বাচন কমিশনের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে কমিশন সামনে এগোতে চায়। “আমাদের এজেন্ডা একটি—জাতিকে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন দেওয়া। একটি ভালো নির্বাচন আয়োজন করা আমাদের দায়িত্ব, আর সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন।”

মঙ্গলবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি এ কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই সংলাপ আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

পর্যবেক্ষকদের ইসির সহযোগী হিসেবে ভূমিকা রাখতে আহ্বান জানিয়ে সিইসি বলেন, ভোটের মাঠে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তাদের সক্রিয়ভাবে কাজ করতে হবে। বিশেষ করে নতুন পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে পর্যবেক্ষকদের রাজনৈতিক দল বা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না থাকা নিশ্চিত করার আহ্বান জানান সিইসি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ