ওসমানী হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শেষ করে পুনরায় কাজে যোগ দিয়েছেন।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে কর্তৃপক্ষের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আনসার সদস্যদের দায়িত্ব নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।
ইন্টার্ন চিকিৎসকরা মোট ৮টি দাবি ও প্রস্তাব হাসপাতাল কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করেন। এতে উল্লেখযোগ্য দাবিগুলো হলো—
প্রতিটি এডমিশন ইউনিটে ২ জন প্রশিক্ষিত আনসার (পুরুষ ও মহিলা ওয়ার্ডে একজন করে) নিয়োজিত থাকবে।
ইভিনিংয়ে প্রতি ঘণ্টায় টহল টিম ও রাতের শিফটে অনকল ইন ইমার্জেন্সি ফোর্স প্রস্তুত থাকবে।
রোগীর সঙ্গে সর্বাধিক ২ জন এটেন্ডেন্ট থাকবে এবং শীতকাল ও গ্রীষ্মকালে ভিজিটিং টাইম আলাদা হবে।
পরিচালক ও ইন্টার্ন চিকিৎসকদের মাসিক সভার আয়োজন।
হাসপাতালে ইন্টার্নদের সঙ্গে সর্বদা মিডলেভেল ডাক্তার থাকবেন, বিশেষ করে এডমিশনের দিনে।
ইন্টার্নদের শিক্ষানবিশ সময়ে যথাযথ প্রশিক্ষণ ও সহায়তা নিশ্চিত করা।
হাসপাতালে নিয়োজিত আনসার ও আউটসোর্সিং কর্মকর্তাদের নিয়মিত রোটেশন।
ওষুধ কোম্পানির স্বাধীন প্রবেশাধিকার সীমিত করা, প্রয়োজন হলে নির্ধারিত ভিজিটিং আওয়ারের ব্যবস্থা।
মুনির জানান, মানসিক প্রস্তুতির কারণে ইন্টার্ন চিকিৎসকরা আজ (রোববার) সরাসরি কাজে যোগ দেননি। তবে সোমবার সকাল ৮টা থেকে নিয়মিত দায়িত্ব পালন শুরু হবে।
উল্লেখ্য, এর আগে চিকিৎসায় অবহেলার অভিযোগকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক ও স্টাফদের ওপর হামলার ঘটনা ঘটে। নিরাপত্তা নিশ্চিতকরণ ও দোষীদের শাস্তির দাবিতে তারা কর্মবিরতিতে গিয়েছিলেন, যার ফলে হাসপাতালের চিকিৎসাসেবা আংশিকভাবে ব্যাহত হয়েছিল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে