Views Bangladesh Logo

এভারকেয়ার থেকে হাদিকে বিমানবন্দরে নেওয়া হয়েছে

 VB  Desk

ভিবি ডেস্ক

মাথায় গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়েছে।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি বেলা দেড়টার কিছু আগে বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে ঢুকেছে।

সোমবার বেলা সোয়া একটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে আইসিইউ অ্যাম্বুলেন্সে বিমানবন্দরের দিকে নেওয়া হয়।

চিকিৎসার জন্য শরিফ ওসমান বিন হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে।

গত শুক্রবার রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ