Views Bangladesh Logo

কবি নজরুলের পাশে সমাহিত করা হবে ওসমান হাদিকে

নকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ দেশে পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৫৮৫–এ করে শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য হাদির মরদেহ বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়ার কথা থাকলেও তা আগামীকালের জন্য পুনর্নির্ধারণ করা হয়েছে। পরে তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হবে।

শুক্রবার ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, শহিদ ওসমান হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশে যাত্রা করেছে। সেখানে মরদেহ রাখার পর ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে অবস্থান নেবেন।

পোস্টে আরও জানানো হয়, পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে শহিদ ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে কারণে আজকের পরিবর্তে আগামীকাল মিছিলসহ তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আনা হবে।

এ ছাড়া আন্দোলনরত ছাত্র-জনতাকে শৃঙ্খলার সঙ্গে কর্মসূচি চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়ে বলা হয়েছে, যাতে কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার সুযোগ না পায় এবং সহিংসতার পরিস্থিতি সৃষ্টি না হয়। একই সঙ্গে মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না বলেও জানানো হয়েছে। সকলকে শৃঙ্খলা বজায় রাখা এবং শহিদ ওসমান হাদির জন্য দোয়া করার আহ্বান জানানো হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ