আশঙ্কামুক্ত নন হাদি, ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে: ইনকিলাব মঞ্চ
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ‘পর্যবেক্ষণে’ রয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর)
সকালে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের জানায়, "তিনি এখনও আশঙ্কামুক্ত নন। চিকিৎসকেরা তাকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছেন এবং এর আগে শারীরিক অবস্থার বিষয়ে নিশ্চিত কিছু বলা সম্ভব নয়।"
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরপরই শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হন হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মঞ্চ-২৪ প্ল্যাটফর্মের আহ্বায়ক ফাহিম ফারুকী। তিনি বলেন, ‘হামলা পরিকল্পিত। প্রমাণ থেকে জানা যায়, হামলাকারীরা নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য। কিন্তু সরকার এখনও তাদের ধরতে সক্ষম হয়নি।’ তিনি দ্রুত বিচার দাবি করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, গুলি হাদির কানের ডান পাশ দিয়ে ঢুকে মাথার বাঁ পাশে বেরিয়ে গেছে। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল এবং নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকরা প্রাথমিক অস্ত্রোপচার করেছেন।
নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন হাদির ওপর হামলার ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে। বিএনপি, জামায়াতে ইসলামীসহ অন্য দলগুলো দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
ঝালকাঠির নলছিটি উপজেলার হাদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা শেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণের পর তিনি ইনকিলাব মঞ্চ গঠন করেন। প্ল্যাটফর্মটি আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্য নির্ধারণ করেছে। হাদি সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আলোচনায় এসেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে