Views Bangladesh Logo

ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন একজনের ছবি প্রকাশ

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলির ঘটনায় সন্দেহভাজন একজনকে প্রাথমিকভাবে চিহ্নিত করে শনিবার (১৩ ডিসেম্বর) তার ছবি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।


রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হওয়া হাদির ঘটনায় তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্ত করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে তথ্য পাওয়া গেলে বা তাকে শনাক্ত করলে পুলিশকে দ্রুত জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে।


পুলিশ রাজধানীতে হামলাকারীদের গ্রেপ্তারে জোরালো অভিযান পরিচালনা করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ