অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন আর নেই
অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন ৭৯ বছর বয়সে প্রয়াত হয়েছেন। ‘অ্যানি হল’ ও ‘দ্য গডফাদার’-এর মতো চলচ্চিত্রে তার অভিনয় এবং স্বতন্ত্র স্টাইলের জন্য তার খ্যাতি ছিল বিশ্বজুড়ে।
কিটন প্রথম খ্যাতি পান ‘দ্য গডফাদার’-এ আল পাচিনোর মাইকেল কর্লিওনের প্রেমিকা ও স্ত্রী কায় অ্যাডামসের চরিত্রে অভিনয় করে। পরবর্তীতে ১৯৯১ সালের কমেডি ‘ফাদার অব দ্য ব্রাইড’-এ স্টিভ মার্টিনের স্ত্রীর চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেন।
তার পরবর্তী সময়ে কিটন অভিনয় করেছেন ‘বুক ক্লাব’ (২০১৮) ও ‘পমস’ (২০১৯)-এ, যা বার্ধক্য ও সাহসিকতার থিম নিয়ে তৈরি। কিটন চারবার অস্কার মনোনয়ন পেয়েছিলেন এবং ১৯৭৭ সালে ‘অ্যানি হল’-এর জন্য সেরা অভিনেত্রীর অস্কার জিতেছিলেন। এছাড়া তিনি বিএফটিএ ও গোল্ডেন গ্লোব জয়ী।
একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এক বিবৃতিতে বলেন, “কিছু অভিনেতা অনুভূতিগুলোকে খেলা করে। ডায়ান কিটন তাদের মধ্যে বাস করতেন।”
২০১৭ সালে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট তাকে ‘লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করে, “অস্বাভাবিক, বিপ্লবী ও বামপন্থি” হিসেবে বর্ণনা করেন।
সহকর্মীরা মৃত্যুর পর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। অ্যান্ডি ম্যাকডাওয়েল বলেছেন, তিনি “অত্যন্ত মনখারাপ” বোধ করছেন। বেট মিদলার লিখেছেন, কিটন “হাস্যোজ্জ্বল, সম্পূর্ণ অনন্য এবং নিখুঁত সৎ মানুষ ছিলেন।”
কিটন তার বিশেষ ফ্যাশন সেন্সের জন্যও পরিচিত ছিলেন, যা ‘অ্যানি হল’-এ প্রথম প্রদর্শিত হয়—ওভারসাইজড হ্যাট, ভেস্ট ও পুরুষদের টাই।লস এঞ্জেলেসে জন্মগ্রহণ করা কিটন কখনো বিয়ে করেননি। তিনি দুই সন্তান ডেক্সটার ও ডুককে রেখে গেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে