৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত, অনুমোদনের অপেক্ষা
রাজধানীর সরকারি সাতটি কলেজ নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের অধ্যাদেশ চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। দীর্ঘদিনের প্রতীক্ষা ও আন্দোলনের পর অবশেষে এই অধ্যাদেশের চূড়ান্ত খসড়া প্রস্তুত করে রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগসহ শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সব পর্যায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে অধ্যাদেশের চূড়ান্ত খসড়া অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে, দ্রুততম সময়ের মধ্যেই এটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন লাভ করবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধ্যাদেশ চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর মতামত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে খসড়া প্রকাশ করে জনমত সংগ্রহ, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় এবং শিক্ষা বিশেষজ্ঞদের অভিমত গ্রহণ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, অংশীজনদের যৌক্তিক প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মানসম্পন্ন ও আধুনিক উচ্চশিক্ষা নিশ্চিত করার উপযোগী কাঠামো নির্ধারণ করাই ছিল অধ্যাদেশ প্রণয়নের মূল লক্ষ্য। পুরো প্রক্রিয়াজুড়ে ধারাবাহিকভাবে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অগ্রগতির তথ্য জনসাধারণকে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১৬ মার্চ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুর রহমান এক সংবাদ সম্মেলনে প্রথম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজ নিয়ে একটি নতুন বিশ্ববিদ্যালয়—‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’—গঠিত হতে যাচ্ছে। তবে ঘোষণা এলেও অধ্যাদেশ জারি না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।
এরই ধারাবাহিকতায় গত সপ্তাহেও রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। দ্রুত অধ্যাদেশ জারি ও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় কার্যকর করার দাবিতে তারা আন্দোলন অব্যাহত রাখেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই সাত কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে আসছেন। ২০১৭ সালে এসব কলেজ ঢাবির অধিভুক্ত হওয়ার পর থেকেই পরীক্ষার ফল প্রকাশে বিলম্ব, প্রশাসনিক জটিলতা ও একাডেমিক অনিশ্চয়তা নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ ছিল।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এই আন্দোলন আরও জোরালো হয় এবং নতুন প্রশাসনের কাছে সাত কলেজ নিয়ে পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের দাবি নতুন করে গুরুত্ব পায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে সাতটি কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠিত হচ্ছে, সেগুলো হলো—
ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ।
শিক্ষার্থীরা আশা করছেন, নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে প্রশাসনিক জটিলতা কমবে, একাডেমিক কার্যক্রম গতিশীল হবে এবং উচ্চশিক্ষার মান উন্নত হবে। একই সঙ্গে গবেষণা, আবাসন ও ক্যাম্পাসভিত্তিক সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রত্যাশাও করছেন তারা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে