উত্তরায় নাটক-সিনেমার শুটিং বন্ধের নির্দেশ, শিল্পীদের প্রতিবাদ
রাজধানীর উত্তরা সেক্টর-৪–এর তিনটি শুটিং হাউসে নাটক ও সিনেমার শুটিং বন্ধের নির্দেশ দিয়েছে আবাসিক এলাকা কল্যাণ সমিতি।
গত ২০ জুলাই সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, শুটিং কেন্দ্র করে এলাকায় ভিড় ও যানজট বেড়ে গেছে, এতে স্থানীয়দের দৈনন্দিন জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে।
চিঠিতে উল্লেখ করা হয়, আবাসিক এলাকায় এ ধরনের বাণিজ্যিক কার্যক্রম নীতিমালার পরিপন্থি। হাউস মালিকদের শুটিংয়ের জন্য বাসা ভাড়া না দেয়ার অনুরোধ জানিয়ে চিঠিতে তাদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানিয়েছে সমিতি।
এই নির্দেশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন শিল্পী ও নির্মাতারা। অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু এবং নির্মাতা তপু খান এটিকে ভিত্তিহীন ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন গণমাধ্যমে।
ডিরেক্টরস গিল্ডের সভাপতি শহীদুজ্জামান সেলিম বলেন, হুট করে এমন সিদ্ধান্ত নাট্যজগতের জন্য ক্ষতিকর।
লাবণী শুটিং হাউসের মালিক আসলাম হোসাইন জানান, ২৫ বছরের মধ্যে এ ধরনের অভিযোগ এই প্রথম।
এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমেও তারকারা এর প্রতিবাদ জানিয়েছেন এবং সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে