স্বাধীনতার বিরোধীরা এখনো বাংলাদেশের বিরুদ্ধে সক্রিয় : জয়নুল আবদিন ফারুক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা আজও দেশের বিরুদ্ধে সক্রিয় রয়েছে। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে যেসব ষড়যন্ত্র চলছে, তা ব্যর্থ হবে। আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় “ স্বনিরনির্ভরশীল বাংলাদেশ গঠনে শহীদ জিয়ার অবদান” শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন। ফারুক বলেন, স্বাধীনতাবিরোধী শক্তির কাছ থেকে জাতি কখনো ইতিবাচক কিছু আশা করতে পারে না।
তিনি স্মরণ করেন, ছাত্রসমাজ ও রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে জনগণের যে আন্দোলন হয়েছিল, তার মূল লক্ষ্য ছিল একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন যা মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দেবে; কিন্তু তিনি দুঃখ প্রকাশ করে বলেন, নানা গোষ্ঠী আজও বিভিন্ন নামে ফ্যাসিবাদী শক্তির দোসর হয়ে দেশকে অস্থিতিশীল করার ও নির্বাচন নস্যাৎ করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, “যত দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, জাতির জন্য ততই মঙ্গলজনক হবে।”
আলোচনায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন জনগণকে স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি এসব গোষ্ঠীকে ১৯৭১ সালের ভুলের জন্য ক্ষমা চেয়ে দ্রুত নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির সাংস্কৃতিক সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারী এবং পরিচালনা করেন কলাম ফয়েজ। বাংলাদেশ সংবাদপত্র এডিটর অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও অনেকে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে