৯৬তম অস্কার জিতল ‘ওপেনহাইমার’
চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন অস্কারের ৯৬তম আসরে সবার ওপরে পারমাণবিক বোমা আবিষ্কারকের বায়োপিক ‘ওপেনহাইমার’। সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা ও সেরা পার্শ্ব অভিনেতাসহ সাতটি বিভাগে পুরস্কার জিতেছে এই ছবি।
সোমবার (১১ মার্চ) বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬ তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন জিমি কিমেল।
এবারের অস্কারের সেরা সিনেমার ক্যাটাগরি ঘিরে উত্তেজনার পারদ চড়েছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছিল মনোনয়ন তালিকা ঘোষণার আগে থেকেই। এ বিভাগে মনোনয়ন তালিকায় আরও ছিল— ‘আমেরিকান ফিকশন’, ‘অ্যানাটমি অব অ্যা ফল’, ‘বার্বি’, ‘দ্য হোল্ডওভারস’, ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’, ‘মায়েস্ত্রো’, ‘পাস্ট লাইভস’, ‘পুওর থিংস’ ও ‘দ্য জোন অব ইন্টারেস্ট’।
সেরা সিনেমার পুরস্কার ছাড়াও সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করা কিলিয়ান মার্ফি জিতেছেন সেরা অভিনেতার অস্কার। সিনেমাটিতে অসাধারণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন রবার্ট ডাউনি জুনিয়র। এ ছাড়া সিনেমাটির জন্য সেরা চিত্রগ্রাহকের পুরস্কার জিতেছে হয়তে ফন হয়তেমা। সিনেমাটি সম্পাদনা করে অস্কার জিতেছেন জেনিফার লেম। ‘ওপেনহাইমার’ সিনেমার জন্য সেরা মৌলিক আবহসংগীতের অস্কার জিতেছেন লুদবিগ গোরানসন।
একনজরে বিজয়ীদের তালিকা—
সেরা ছবি: ওপেনহাইমার
সেরা অভিনেতা: কিলিয়ান মারফি (ওপেনহাইমার)
সেরা অভিনেত্রী: এমা স্টোন (পুওর থিংস)
সেরা পরিচালক: ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার)
সেরা পার্শ্ব অভিনেতা: রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার)
সেরা পার্শ্ব অভিনেত্রী: ডা’ভাইন জয় র্যান্ডলফ (দ্য হোল্ডওভার)
অ্যাডাপটেড স্ক্রিনপ্লে: আমেরিকান ফিকশন
অরিজিনাল স্ক্রিনপ্লে: অ্যানাটমি অব আ ফল
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: দ্য বয় অ্যান্ড দ্য হেরন
সেরা অ্যানিমেটেড শর্টস: ওয়ার ইজ ওভার! ইন্সপায়ারড বাই দ্য মিউজিক অব জন অ্যান্ড ইয়োকো
সেরা আন্তর্জাতিক ফিচার: দ্য জোন অব ইন্টারেস্ট (ইউকে)
সেরা ডকুমেন্টরি ফিচার: ২০ ডেইজ ইন মারিউপোল
সেরা ডকুমেন্টরি শর্টস: দ্য লাস্ট রিপেয়ার শপ
বেস্ট অরিজিনাল স্কোর: ওপেনহাইমার
বেস্ট অরিজিনাল সং: হোয়াট ওয়াজ আই মেড ফর (বার্বি)
বেস্ট সাউন্ড: দ্য জোন অব ইন্টারেস্ট
সেরা মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং: পুওর থিংস
সেরা কস্টিউম: পুওর থিংস
সেরা ভিজ্যুয়াল এফেক্টস: গর্জিলা মাইনাস ওয়ান
সেরা ফিল্ম এডিটিং: ওপেনহাইমার
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে