Views Bangladesh Logo

বাউলদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে: প্রেস সচিব

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বাউলদের ওপর হামলার ঘটনায় দায়ীদের গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপরভাবে কাজ করছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, “বাউলদের ওপর যারা হামলা করেছেন, তাদের ধরার জন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। মানিকগঞ্জের পুলিশ এই নির্দেশনা অনুযায়ী কাজ করছে। পাশাপাশি যেসব জায়গায় হামলা হয়েছে, সেখানে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।”

গতকালে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতার হওয়া বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কর্মসূচি চলাকালীন মানিকগঞ্জ, ঠাকুরগাঁও ও খুলনায় হামলার শিকার হন বেশ কয়েকজন বাউল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ