Views Bangladesh Logo

গণতন্ত্র প্রতিষ্ঠায় নেতৃত্ব দিতে পারে নির্বাচিত সরকারই: শামসুজ্জামান দুদু

 VB  Desk

ভিবি ডেস্ক

নির্বাচিত সরকার নয়, নির্বাচিত সরকারই গণতন্ত্র প্রতিষ্ঠায় নেতৃত্ব দিতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। চব্বিশের গণআন্দোলনে গণহত্যাকারী ও লুটপাটকারীদের বিচার অবশ্যই দৃশ্যমান করা এবং কোনোভাবেই পুনর্বাসন না করার আহ্বানও জানিয়েছেন তিনি।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও,মানুষ বাঁচাও’ সংগঠনের নাগরিক সমাবেশে প্রধান অতিথি ছিলেন শামসুজ্জামান দুদু। তিনি বলেন, দেশ এখন কার্যত নানা বিপদের মধ্যে আছে। একদিকে মানুষ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, যারা কাজে যান৷ গতকালও মিরপুরের অগ্নি দুর্ঘটনায় ১৬ থেকে ২০ জনের মতো মারা গেছেন’।

তিনি বলেন, যদি গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয়, তাহলে স্বৈরতন্ত্রের পতনের যে মানুষকে আশান্বিত এবং মানুষকে সামনের দিকে যাওয়াটা জন্য যে মুক্তি তৈরি হয়েছিল, তা কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত হবে। মানুষ হতাশ হবে।

‘অন্তবর্তীকালীন সরকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এসেছিল। কিন্তু আজকাল রাস্তাঘাটে বের হলে মানুষ অনিরাপদ বোধ করছে’- মন্তব্য করে এদিকে নজর দিতে সরকারকে আহ্বান জানান তিনি। দুদু বলেন, ‘আজকে যারা সরকারে আছে, তাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। নির্বাচিত সরকার প্রতিষ্ঠার কাজ এগিয়ে নিতে হবে’।

‘কোনো দল বিশেষের কথায় নির্বাচন পরিচালনায় ডিসি, এসপি ও নির্বাচন সংশ্লিষ্টদের নিয়োগ যেন না হয়। সেটি হলে দেশে গণতন্ত্র ফিরবে না, আশাহত হবে মানুষ’- বলেন তিনি।

‘প্রতিবেশী দেশ ভারত গত ৫৪ বছর আমাদের দেশটাকে নিজের কলোনি হিসেবে ব্যবহার করেছে’ বলে অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন, ‘তারা আমাদের নিজের দেশ নয়, বন্ধুও নয়। তারা আমাদেরকে শোষণ করেছে, এখনো তারা শোষণ করে যাচ্ছে’।

তিনি আরও বলেন, গত তিনটি নির্বাচনে দেশটি একবারের জন্যেও বলেনি, এটি নির্বাচনের মতো নির্বাচন হয়নি।

এই সব বিপদ, আপদ ষড়যন্ত্র রুখতে হলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দুদু বলেন, ‘ঐক্যবদ্ধ না থাকলে আমাদের যে অর্জন, গণতন্ত্রের যে সম্ভাবনা, সেটি ধ্বংস হয়ে যাবে। সেটি আমরা প্রতিষ্ঠা করতে পারবো না’।

সভায় ছিলেন দেশ বাঁচাও,মানুষ বাঁচাও আন্দোলনের এ কে রফিকুল ইসলাম রিপনসহ নেতাকর্মীরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ