Views Bangladesh Logo

আজ বন্ধ একাদশ শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম

 VB  Desk

ভিবি ডেস্ক

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) একাদশ শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম একদিনের জন্য স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্ত বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে, ৬ আগস্ট (বুধবার) থেকে যথারীতি আগের নিয়মে ভর্তি কার্যক্রম শুরু হবে।

এদিকে, গত ২৫ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ দেশের সকল সরকারি ও বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত নীতিমালা প্রকাশ করে। এবছর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন প্রক্রিয়া ৩০ জুলাই শুরু হয়েছে এবং শেষ হবে ১১ আগস্ট।

এবার, কলেজে মোট আসনের ৯৩ শতাংশ আসন থাকবে সাধারণ শিক্ষার্থীদের জন্য, বাকি ৭ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। এর মধ্যে ৫ শতাংশ আসন মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য, ১ শতাংশ আসন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য এবং ১ শতাংশ আসন অধীনস্থ দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সন্তানদের জন্য বরাদ্দ থাকবে। তবে, যদি কোনো সংরক্ষিত কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া যায়, তাহলে সেসব আসনে মেধার ভিত্তিতে ভর্তি সম্পন্ন করা হবে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ