Views Bangladesh Logo

প্রতি ১০ মিনিটে একজন নারী ঘনিষ্ঠ কারো হাতে খুন হচ্ছেন: জাতিসংঘের রিপোর্ট

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতিসংঘ জানিয়েছে, পৃথিবীর কোথাও না কোথাও প্রতি ১০ মিনিটে একজন নারী তার ঘনিষ্ঠ কারো হাতে খুন হচ্ছেন। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি জানিয়েছে, নারী হত্যা রোধে বিশ্বব্যাপী প্রচেষ্টায় তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। খবর এএফপির।

নারীর প্রতি সহিংসতা নির্মূলে আন্তর্জাতিক দিবস উপলক্ষে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, ২০২৪ সালে সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে নিহত হয়েছেন প্রায় ৫০ হাজার নারী বা মেয়ে।

বিশ্বজুড়ে নারীদের হত্যা নিয়ে বিশ্লেষণে দেখা গেছে, নারী হত্যার ৬০ শতাংশই ঘটে প্রিয়জনের হাতে—যেমন সঙ্গী, বাবা, মা, ভাই, মামা বা চাচা। তুলনামূলকভাবে, পুরুষদের মধ্যে মাত্র ১১ শতাংশকে কাছের মানুষ হত্যা করেন।

প্রতিবেদনে ১১৭টি দেশের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, দৈনিক ১৩৭ জন নারী বা প্রতি ১০ মিনিটে একজন নারী প্রিয়জনের হাতে নিহত হচ্ছেন। যদিও ২০২৩ সালের প্রতিবেদনের তুলনায় এ বছর হত্যার সংখ্যা কম দেখানো হয়েছে, তবে তা আসল সংখ্যার বাস্তব হ্রাস নির্দেশ করে না। বরং অনেক দেশে তথ্য সরবরাহে ঘাটতির কারণে এ পার্থক্য দেখা দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, "নারী ও মেয়েদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান তাদের নিজ বাসস্থান।" হত্যার এই ঘটনা পৃথিবীর প্রতিটি অঞ্চলে দেখা যাচ্ছে, তবে আফ্রিকায় পরিস্থিতি সবচেয়ে খারাপ—গত বছর আফ্রিকায় প্রায় ২২ হাজার নারী ঘনিষ্ঠের হাতে খুন হয়েছেন।

জাতিসংঘ নারী সংস্থার নীতিমালা বিভাগের পরিচালক সারাহ হেন্ড্রিকস বলেন, “নারী হত্যা (ফেমিসাইড) কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি অন্যান্য সহিংসতার সঙ্গে যুক্ত, যেমন আধিপত্যমূলক আচরণ, হুমকিধমকি, হয়রানি—এমনকি অনলাইনে হয়রানি।”

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে নারী ও মেয়েদের বিরুদ্ধে কিছু সহিংসতা আরও তীব্র এবং নতুন রূপ ধারণ করেছে। উদাহরণস্বরূপ, নারীর সম্মতি ছাড়া তার ছবি বা ব্যক্তিগত তথ্য অনলাইনে ছড়িয়ে দেওয়া, ডিপফেইক ভিডিও তৈরি ইত্যাদি।

হেন্ড্রিকস বলেন, “আমাদের এমন আইন বাস্তবায়নের প্রয়োজন, যা অনলাইন ও অফলাইনে নারীর জীবনে সহিংসতা প্রতিরোধ করবে এবং অপরাধীদের দায়বদ্ধ করবে, যাতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে ব্যবস্থা নেওয়া যায়।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ