Views Bangladesh Logo

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু

ট্টগ্রামের আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া দুই শিশুর মধ্যে ১৪ মাস বয়সী মোরশেদ মারা গেছে। উদ্ধার হওয়ার নয় দিন পর সোমবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এনআইসিইউতে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন আনোয়ারার ইউএনও তাহমিনা আক্তার।

গত ৩০ ডিসেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসকের উদ্যোগে শিশুটিকে প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালের এনআইসিইউতে স্থানান্তর করা হয়।

ইউএনও জানান, রোববার থেকে শিশুটির দাদি হাসপাতালে তার সঙ্গে ছিলেন। পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

গত ২৮ ডিসেম্বর সন্ধ্যায় আনোয়ারার বারখাইন ইউনিয়নের মাজার গেট এলাকার সড়কের পাশ থেকে স্থানীয় অটোরিকশাচালক মহিম উদ্দিন দুই শিশুকে উদ্ধার করেন। তাদের একজন আয়েশা, বয়স সাড়ে তিন বছর; অন্যজন ছিল তার ছোট ভাই মোরশেদ। উদ্ধার করার পর সেদিন রাতেই তারা মহিম উদ্দিনের বাড়িতে আশ্রয় পায়। পরে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় প্রাথমিক চিকিৎসা দিয়ে আবারও ওই পরিবারেই রাখা হয়। বর্তমানে আয়েশা এখনও মহিম উদ্দিনের পরিবারের জিম্মায় আছে।

মারা যাওয়া মোরশেদের জন্মগত কিছু অসুস্থতা ছিল এবং তার শরীরেও ঘায়ের চিহ্ন দেখা গেছে বলে জানানো হয়। উদ্ধারকারী মহিম উদ্দিন জানান, শীতে কাঁপতে থাকা দুই শিশুকে রাস্তার পাশে দেখে তিনি এগিয়ে আসেন এবং কথা বলে তাদের বাড়িতে নিয়ে যান।

ঘটনার পর ৩০ ডিসেম্বর চট্টগ্রামের জেলা প্রশাসক শিশু দুটির দায়িত্ব নেন। একই রাতে বাঁশখালী থেকে তাদের বাবা খোরশেদ আলমকে আটক করে পুলিশ। খোরশেদ খাগড়াছড়ির মানিকছড়ির বাসিন্দা এবং চট্টগ্রামের বাঁশখালী এলাকায় রিকশা চালাতেন।

তিনি দাবি করেন, ছয় মাস আগে তার স্ত্রী ঝিনুক আকতার দুই সন্তান নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান এবং আর আর ফেরেননি। এদিকে দুই শিশুকে রাস্তার পাশে ফেলে যাওয়ার ঘটনায় দায়ের করা মামলায় বর্তমানে খোরশেদ আলম কারাগারে রয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ