Views Bangladesh Logo

আশুলিয়ায় পুড়িয়ে দেয়া ছয়জনের একজনের পরিচয় শনাক্ত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় আশুলিয়ায় যে ছয়জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, তাদের মধ্যে একজনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ওই ব্যক্তির মরদেহ কবর থেকে তুলে তার পরিবারের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন।

শনাক্ত হওয়া ব্যক্তির নাম আবুল হোসেন। আশুলিয়ার আমবাগান গোরস্তানে তার মরদেহ দাফন করা হয়েছিল। তাঁকে জুলাই শহীদদের তালিকায় অন্তর্ভুক্ত করারও নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ আজ রোববার এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

শহীদ আবুল হোসেনের স্ত্রীর নাম লাকি আক্তার। তিনি কুমিল্লার মুরাদনগর থানার ফুলঘর গ্রামের বাসিন্দা ছিলেন।

২০২৩ সালের ৫ আগস্ট আশুলিয়ার বাইপাইল এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর গুলি চালালে কয়েকজন নিহত ও অনেকে আহত হন। সেদিন রাতে আশুলিয়া থানার কাছে নবীনগর–চন্দ্রা মহাসড়কের এক পাশে ‘পুলিশ’ লেখা একটি পিকআপে আগুনে পুড়ে থাকা অন্তত দুটি মরদেহ দেখেন স্থানীয় লোকজন। থানার সামনেও পাওয়া যায় আগুনে পোড়া একটি মরদেহ। পাশাপাশি পদচারী–সেতুতে উল্টো করে ঝুলানো ছিল ক্ষতবিক্ষত দুই পুলিশ সদস্যের মরদেহ।

স্থানীয়দের ধারণা ছিল, পিকআপ গাড়িটিতে আরও কয়েকটি ভস্মীভূত মরদেহ থাকতে পারে। ওই রাতে আশুলিয়া থানায় অগ্নিসংযোগ, ভাঙচুর এবং লুটপাটের ঘটনাও ঘটে। পুরো ঘটনার ভিডিও সে সময়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ