Views Bangladesh Logo

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩০

ডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২৩ আগস্ট) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য অনুযায়ী এ মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বাধিক আক্রান্তের ঘটনা ঘটছে চট্টগ্রামে। এ সময় সেখানে একজনের মৃত্যু হয়েছে। নতুন রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২০ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৩১০ জন।

চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ১১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫৬ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৪৩ দশমিক ৫ শতাংশ নারী।

এছাড়া ১ জানুয়ারি থেকে ২৪ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ২৮ হাজার ৬৩২ জন। এর মধ্যে ৫৯ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৮ শতাংশ নারী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ