Views Bangladesh Logo

নবীনগরে গণপিটুনিতে একজন নিহত, আটক ৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গণপিটুনিতে শাহেদ আলী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

পুলিশ রোববার এই ঘটনায় চারজনকে আটক করেছে।

নিহত শাহেদ আলী উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেমন্তঘর গ্রামের মিল্লাত আলীর ছেলে। গতকাল শনিবার মধ্যরাতে কাইতলা (উ.) ইউনিয়নের কোনাউর গ্রামে চুরির সন্দেহে তাকে গণপিটুনি দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, শনিবার রাতের দিকে কোনাউর গ্রামের মোহাম্মদ আলী ওরফে লেবু মিয়ার বাড়িতে চুরির ঘটনা ঘটে। শাহেদ আলী সিঁদ কেটে ঘরে প্রবেশ করলে বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে আটক করেন। পরে ‘চোর চোর’ চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। একপর্যায়ে তাকে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে নবীনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ