খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি-বোমা হামলায় নিহত ১
খুলনায় বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের গুলি ও বোমা হামলায় এমদাদুল হক (৫৫) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মামুন শেখ (৪৫) গুরুতর আহত হয়েছেন।
রোববার (২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আইটি গেটের পাশে স্থানীয় বিএনপির অফিসে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের বৈঠকে মামুন শেখ কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বসেছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা মুখোশধারী দুর্বৃত্তরা হঠাৎ অফিসে ঢুকে মামুন শেখকে লক্ষ্য করে দুটি বোমা ও অন্তত চার রাউন্ড গুলি ছোড়ে। প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা এমদাদুল হকের গায়ে লাগে। ঘটনাস্থলেই তিনি মারা যান। মামুন শেখ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান বলেন, 'এটি পরিকল্পিত হামলা। আমাদের নেতা মামুন শেখকে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছে। একজন কর্মী মারা গেছেন-আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।'
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান বলেন, 'গুলিতে নিহত এমদাদুল হক একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। হামলার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।'
তিনি আরও জানান, হামলার ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে