তথ্য উপদেষ্টার দিকে বোতল ছোড়ার ঘটনায় একজনকে ডিবির জিজ্ঞাসাবাদ
রাজধানীর কাকরাইলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের দিকে প্লাস্টিকের পানির বোতল ছোড়ার ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেয়া হয়েছে। ডিবি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে।
শুক্রবার (১৬ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
উল্লেখ্য, ১৪ মে রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে কাকরাইল মসজিদের সামনে যান উপদেষ্টা মাহফুজ আলম। আলোচনার একপর্যায়ে হঠাৎ করে তার দিকে একটি প্লাস্টিকের পানির বোতল ছোড়া হয়। ঘটনার পরপরই বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে