Views Bangladesh Logo

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টার ও মালিকের বাসায় হামলা, আটক ১

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় সোহাগ পরিবহনের কাউন্টার ও পরিবহনের মালিক আলী হাসান পলাশ তালুকদারের বাসায় হামলার ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হয়েছেন পলাশ তালুকদারের গাড়িচালক মামুন। পলাশ তালুকদার নিজেও আঘাতপ্রাপ্ত হন। হামলাকারীরা ভাঙচুর করেছে টিকিট কাউন্টারটি।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় ১৬ জনকে আসামি করে রমনা থানায় মামলা করা হয়েছে।

পলাশ তালুকদারের ভাই মাজেদুল হক নাদিম অভিযোগ করেন, রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তালুকদার বেলালের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, সন্ত্রাসীরা পলাশ ভাইকে আক্রমণ করে গাড়ি ভাঙচুর করে। বাসার গেটেও হামলা চালিয়েছে। তবে তারা ভেতরে ঢুকতে পারেনি। ড্রাইভার মামুনের শরীরে অসংখ্য কোপের আঘাত আছে।

তবে হামলার কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক ভিউজ বাংলাদেশকে বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ