নান্দাইলে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টায় যুবক গ্রেপ্তার
ময়মনসিংহের নান্দাইলে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের চেষ্টাকালে গ্রেপ্তার হয়েছে চা বিক্রেতা কবির মিয়া (৩৫)। তাকে হাতেনাতে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয় দুজন।
গ্রেপ্তার হওয়া কবির উপজেলার বড়াইগ্রাম গ্রামের বাসিন্দা এবং নান্দাইল রোড বাজারের চৌরাস্তা বাসস্ট্যান্ডে চায়ের দোকান চালান।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়েটি উপজেলার গাঙ্গাইল ইউনিয়নে তার স্কুলের কাছে একটি বাড়িতে প্রাইভেট পড়তে এসেছিল। রোববার (৩১ আগস্ট) সকাল আটটার দিকে অটোরিকশায় বাড়িতে ফিরতে নান্দাইল রোড বাজারে রাস্তার পাশে দাঁড়িয়েছিল সে। বাজারে জনসমাগম খুব কম থাকার সুযোগে কবির তার মুখ ঢেকে জোর করে কাছের একটি পরিত্যক্ত ভবনের দ্বিতীয়তলায় নিয়ে যায়। সেখানে মেয়েটির ওপর যৌন নির্যাতনের চেষ্টা চালায় ওই চাদোকানি।
বাজারের মাইক সার্ভিসের কর্মচারী আমিন শেখ ঘটনাটি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে ব্যবসায়ী ইব্রাহিম মিয়াকে খবর দেন। তারা দুজন ছুটে গিয়ে মেয়েটিকে উদ্ধার ও কবিরকে আটক করেন। পরে স্থানীয়রা জড়ো হয়ে কবিরকে বেঁধে পুলিশে খবর দেন। তিন সন্তানের জনক কবির তাকে ছেড়ে দিলে দুই হাজার টাকা ঘুষ দেয়ার প্রস্তাব করে বলেও জানান স্থানীয়রা।
এই ঘটনায় ক্ষুব্ধ মেয়েটির শিক্ষক, সহপাঠীসহ স্থানীয়রা অভিযুক্ত কবিরের দ্রুত ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানান, স্কুলছাত্রীটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে পৌঁছে দেয়া হয়েছে। তার পরিবার মামলা করেছে এবং আইনি প্রক্রিয়া চলছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে