করোনায় ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, শনাক্ত ৮ জন
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ জনের শরীরে। এ সময় মোট ২৩৪টি নমুনা পরীক্ষা করা হয়।
মঙ্গলবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫২৪ জনে। আর এ পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৫২ হাজার ১৯৬ জন। নমুনা পরীক্ষার মোট সংখ্যা ১ কোটি ৫৭ লাখ ৩৪ হাজার ৭০টি।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর ঘটনা ঘটে। করোনা সংক্রমণের সবচেয়ে প্রাণঘাতী দিন ছিল ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট যেদিন প্রতিদিনই ২৬৪ জন করে মানুষ প্রাণ হারিয়েছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে