Views Bangladesh Logo

ডাকসুর ছাত্রদল প্যানেলকে শুভকামনা জানানো ওসি প্রত্যাহার

 VB  Desk

ভিবি ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেনকে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক অবস্থান প্রকাশের অভিযোগে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। একইদিন তার স্থলাভিষিক্ত করা হয়েছে নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলাম।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকিব উর রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলকে শুভকামনা জানিয়ে ওসি মোজাফফর ফেসবুকে পোস্ট দেন। এতে তিনি সমালোচনার মুখে পড়েন।

তবে ঘটনার পর থেকেই ওসি মোজাফফর দাবি করছেন, তার ফেসবুক অ্যাকাউন্ট ‘হ্যাকড’ হয়েছে।

গত সোমবার গভীর রাতে ওসি মোজাফফর তার ফেসবুক অ্যাকাউন্টে ২১, ১৭ ও ০৮ লেখা একটি ফটো কার্ড পোস্ট করেন। ক্যাপশন ছিল, ‘মেধাবীদের জন্য শুভকামনা।’ এই নম্বরগুলো যথাক্রমে ছাত্রদলের ভিপি, জিএস ও এজিএস প্রার্থীর।

আইন অনুযায়ী সরকারি চাকরিজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ড বা প্রকাশ্য সমর্থন প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ। তবে রাজনৈতিক অবস্থান প্রকাশ করায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয় এবং বিষয়টি বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়।

সমালোচনা বাড়ার পর ওসি মোজাফফর তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হওয়ার কথা জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরদিন মঙ্গলবার রাতে সদর মডেল থানা থেকে তাকে প্রত্যাহার করে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ